প্রতিবেদক: ২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। এবার পাসের হার ৮০.৩৫ শতাংশ। বৃহস্পতিবার সকাল সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, এবার ২৩টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত কয়েকবছর ধরে ৫৭-৫৮ দিনেই ফল প্রকাশিত হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নির্দেশে। এবার পাসের হার অন্যবারের তুলনায় কম। পরীক্ষকরা সবসময় ভালো করে খাতা দেখেন না। এবার প্রধান পরীক্ষকরা ভালোভাবে খাতা মূল্যায়ন করেছেন। আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি এ বিষয়ে। প্রধান পরীক্ষকরা দুবার খাতা মূল্যায়ন করেছেন।
এবার মাধ্যমিকে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে আট বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তাত্ত্বিক বা লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ।
যেভাবে জানা যাবে ফল:
দুপুর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর পৃথক ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd ঠিকানায় ফলাফল পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।
মোবাইলে জানতে:
সাধারণ শিক্ষাবোর্ডের জন্য: SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ- SSC DHA 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ- Dakhil MAD 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।