প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘গতবারের তুলনায় এবার পাশের হার কম হয়েছে।’
বৃহস্পতিবার সকাল ১০টায় ফলাফল হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি।
যথাযথভাবে খাতা মূল্যায়ণ করা হয়েছে জানিয়েছে শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল পরীক্ষার খাতা যেন যথাযথভাবে মূল্যায়ণ করা হয়। আমরা একই খাতা ফটোকপি করে ২০ জন শিক্ষককে দিয়েছি। তারা খাতা মূল্যায়ণ করেছে।’
এবার ২ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মার্চ পর্যন্ত। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ।
এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ও ছাত্রী ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লাখ ৭ হাজার ১২৪ জন। এ ছাড়া অনিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন এবং বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ২৯৮ জন।