প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভিশন ২০৩০ রাজনৈতিক ভাওতাবাজি।
রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ধর্মই আওয়ামী লীগের পাল্টাপাল্টি কিছু করা। বিএনপির ভিশন ২০৩০ লোক দেখানো, এ আরেকটা হাওয়া ও খাওয়া ভবন তৈরির ভিশন। এই রাজনৈতিক ভাওতাবাজি দেশের মানুষ ভালোই বোঝে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের মেধা ও যোগ্যতাকে বিএনপি ভয় পায়।
এসময়, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার মোকাবেলায় সংসদ সদস্যসহ দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ৭৫ এর পর থেকেই দেশবিরোধী একটি শক্তি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন জয়।