আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী এমানুয়েল ম্যাক্রন ৬৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক ফল ঘোষণার পর এমানুয়েল ম্যাক্রনকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ ক্লদ ইয়োঙ্কার।
অন্যদিকে সোশ্যাল মিডিয়া টুইটবার্তার মাধ্যমে ম্যাক্রনকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী ম্যাক্রনকে অভিনন্দন। আমি তার সঙ্গে কাজ করতে আগ্রহী।’
এছাড়াও মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মিসেস হিলারি ক্লিনটনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এমানুয়েল ম্যাক্রনকে অভিনন্দন জানিয়েছেন।