প্রতিবেদক: ফরিদপুরে ডাকাতদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে ফরিদপুর জেলা পুলিশ।
মঙ্গলবার ভোরে শহরের বাইপাস সড়কের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার পাভেল (২০) এবং শহরের কমলাপুর এলাকার সবুজ (২০)।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা দাবি করেন, বাইপাস সড়কের আলালপুর এলাকায় ভোররাতের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
এ সময় ডাকাতরা পালিয়ে গেলে ওই দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।