প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ পিস সোনার বারসহ বেলাল মোহাম্মদ (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা দল।
যাত্রীর তলপেটে বিশেষভাবে লুকিয়ে আনা এই ১২ টি সোনার বারের দাম প্রায় ৬৫ লাখ টাকা।চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত দলের সহকারী পরিচালক তারেক মাহমুদ বলেন, ‘শারজাহ থেকে আসা যাত্রী বেলাল মোহাম্মদ বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার তলপেটে ১২ পিস সোনার বারের সন্ধান মেলে। বাথরুমে নিয়ে বিশেষ পদ্ধতিতে তার তলপেট থেকে সেগুলো বের করা হয়।’
সূত্র জানায়,যাত্রী বেলাল মোহাম্মদ শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটযোগে সকাল ১০টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রীকে শনাক্ত করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা প্রতিটি বার ১০ তোলা করে এসব সোনার মোট ওজন ১.৩৯০ কেজি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শুল্ক গোয়েন্দা দল জানিয়েছে।