1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

দ.কোরিয়ার নতুন প্রেসিডেন্টের উ.কোরিয়ায় যাওয়ার ইচ্ছা পোষণ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০১৭
  • ১০১ বার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মুন জে ইন। বুধবার সিউলে পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

শপথ নিয়েই তিনি চির প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়া সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।

৬৪ বছর বয়সী মুন জে ইন মানবাধিকার আইনজীবী উদারপন্থী রাজনৈতিক। দক্ষিণ কোরিয়ার বর্তমান নীতি থেকে সরে গিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা বাড়াতে চান তিনি। দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে বিভক্ত দেশকে আবার ঐক্যবদ্ধ করতে অঙ্গীকারবদ্ধ। শপথ নিয়েই তিনি জানান, সঠিক পরিস্থিতিতে ‘পিয়ংইয়ং’ (উত্তর কোরিয়ার রাজধানী) সফর করতে চান।

দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে প্রেসিডেন্ট পার্ক গিউন হে ক্ষমতা ছাড়ার পর মঙ্গলবার আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ায়।

মুন জে ইন উত্তর কোরীয় একজন শরণার্থীর সন্তান। ১৯৭০ এর দশকে ছাত্র থাকা অবস্থায় তিনি সামরিক শাসক পার্ক চুং হির বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে কারাভোগ করেন। চুং হি ছিলেন পদচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হের বাবা।

বিশ্লেষকেরা বলছেন, মুন বিজয়ী হওয়ায় বেশ বেকায়দায় পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া প্রশ্নে ট্রাম্প যেখানে আক্রমণাত্মক অবস্থানে আছে সেখানে মুন জে ইন এ বিষয়ে বেশ নমনীয়। পিয়ংইয়ং বারংবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog