শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি পাড়ায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এরা হল নলডিঙ্গি পাড়ার আব্দুল আলীমের মেয়ে বৃষ্টি (৬) ও ফরহাদের মেয়ে ফারজানা (৭)।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক বুলবুল জানান, বেলা ১২ টার দিকে বৃষ্টি ও ফারজানা বৃষ্টির মায়ের সঙ্গে বাঙ্গালি নদীতে গোসল করতে যায়।
“বৃষ্টির মা তাদের রেখে নদীর পাড়ে কাপড় শুকাতে গেলে ওই দুই শিশু নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।