প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল মাসে ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। আলোচ্য মাসে মার্চের চেয়ে ১২ দশমিক ০৯ শতাংশ রাজস্ব আদায় বেড়েছে।
ডিএসই এর তথ্য মতে, এপ্রিল মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব এসেছে ৩৫ কোটি ৭ লাখ ৮৬ হাজার ৮৯৫ টাকা। যা আগের মাসে ছিল ৩১ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৭৯১ টাকা। সেই হিসেবে আয় বেড়েছে ৩ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ১০৪ টাকা বা ১২ দশমিক ০৯ শতাংশ।
আলোচ্য সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১৫ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৩৫৮ টাকা। আগের মাসে এটি ছিল ২১ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৭৪৭ টাকা।
একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩৫৭ টাকা
আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে ২০১৬-১৭ হিসাব বছরের মার্চ মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।