প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি গবেষকেরা একধরনের টি-শার্ট তৈরি করেছেন, যা রিয়েল টাইম বা ঘটনার সঙ্গে সঙ্গে পরিধানকারীর শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করে তথ্য জানাতে পারবে। এই টি-শার্টে কোনো তার বা সেন্সর লাগবে না। গবেষকেরা এটিকে স্মার্ট টি-শার্ট বলছেন।
কানাডার গবেষকেরা দাবি করেছেন, তাঁদের উদ্ভাবিত এ পোশাক উদ্ভাবনের নতুন পথ দেখাবে। এতে পোশাক ব্যবহার করে শ্বাসসংক্রান্ত সমস্যা, অ্যাজমা, ঘুমের ব্যাঘাত ও ফুসফুসের সমস্যা ধরা যাবে।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, কানাডার লাভাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই টি-শার্ট তৈরির সময় বুকের কাছাকাছি একটি অ্যানটেনা বুনে দেন। এটি অপটিক্যাল ফাইবার ও রুপার স্তর দিয়ে তৈরি।
গবেষকেরা বলেন, শ্বাস-প্রশ্বাসের হার নির্ণয়ের জন্য প্রচলিত পদ্ধতির মতো এ টি-শার্ট পরলে শরীরে কোনো তার, ইলেকট্রোড বা সেন্সর লাগানোর দরকার পড়ে না। এর বাইরের পৃষ্ঠের তন্তুতে একধরনের পলিমার ব্যবহার করা হয়, যা একে সুরক্ষিত রাখে। এর অ্যানটেনা সংকেত প্রবাহিত করে। এ তথ্য স্মার্টফোন বা কম্পিউটারে বিশ্লেষণ করে তথ্য পাওয়া যায়।
‘সেন্সরস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ। গবেষকেরা বলছেন, ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললেও এ টি-শার্টের কোনো ক্ষতি হয় না।