প্রতিবেদক : সমাজের প্রান্তিক জনগোষ্ঠির নাগরিক সুবিধা নিশ্চিতে যেন কোন ধরনের অনিয়ম, দুর্নীতি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর তদারকিতে কোন গাফিলতি না রাখার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণে প্রস্তাবিত প্রকল্প এবং রাজশাহীতে তালাইমারী চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার নির্মাণ প্রকল্পের খসড়া নকশাসহ সার্বিক বিষয়াদি সম্পর্কে অবহিত হয়ে এ দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সভায় প্রকল্প দুটির নকশা ও সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি।