প্রতিবেদক: অপরাধ রোধে লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে বিকেল ৩টার পর কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল দিয়ে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। লাইসেন্স না থাকায় অপরাধীদের ধরাও যায় না। তাই আজকের বৈঠকে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রিসভা কমিটির সদস্য ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, জঙ্গি অর্থায়ন ও জঙ্গিদের পৃষ্ঠপোষকতা বন্ধে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অস্বাভাবিক কোনো লেনদেন হলে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে তা গোয়েন্দা সংস্থাকে অবহিত করবে। এ ছাড়া সীমান্তসহ বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো অস্বাভাবিক কার্যক্রমও তদারক করা হবে।
মন্ত্রী জানান, দেশে জঙ্গি কার্যক্রম অনেক কমে এসেছে। বাংলাদেশ যেভাবে জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে এনেছে, তা বিশ্বে বিরল।
এবারের ঈদে ঢাকায় ৪১০টি ঈদের জামাত হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্ত হত্যা নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি দেখছে।