প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে অবস্থানরত দুই পাইলট অক্ষত রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার বড় হাতিয়া ফরিদারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ওসি মো. শাজাহান বলেন, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বড় হাতিয়ার ফরিদারঘোনায় দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। “বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”
তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য দিতে পারেননি তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, “ওটা ছিল প্রশিক্ষণ বিমান। দুজন পাইলট ছিল, তারা অক্ষত আছেন।”
ওই বিমানে থানা উইং কমান্ডার কামরুল ও স্কোয়াড্রন লিডার নাজমুল প্যারাশুট ব্যবহার করে বেরিয়ে আসেন বলে বাহিনীর একজন কর্মকর্তা জানান।
আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম জানান, ইয়াক-১৩০ মডেলের ওই প্রশিক্ষণ বিমানটি কেন বিধ্বস্ত হল, সে বিষয়ে এখনও কিছু জানতে পারেননি তারা।
বাংলাদেশ বিমানবাহিনীতে রাশিয়ার তৈরি কমব্যাট প্রশিক্ষণ বিমান ইয়াকভলেভ ইয়াক-১৩০ এর প্রথম কমিশনিং হয় ২০১৫ সালে।
তিন হাজার কিলোগ্রাম গোলাবারুদ বহনে সক্ষম এই উড়োজাহাজ প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধকালীন সময়ে আকাশ প্রতিরক্ষা, প্রয়োজনে আক্রমণেও ব্যবহার করা যায়।