অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথের প্রথম বাংলাদেশ সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার তার নেতৃত্বেই বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। প্রথমবার বাংলাদেশে এসে অন্যরকম অভিজ্ঞতাই হয়েছে স্মিথের। ট্রেনের ছাদে করে মানুষ যাচ্ছে এমন দৃশ্য হয়তো এই ডানহাতি ব্যাটসম্যান আগে দেখেননি।
রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত হোটেল রেডিসন ব্লুতে উঠেছে অস্ট্রেলিয়া দল। হোটেল থেকে অল্প একটু দূরেই ঢাকা বিমানবন্দর স্টেশন। সেখান থেকেই কোনো একটি ট্রেন ছেড়ে যাচ্ছিলো হোটেলের রেললাইন দিয়ে। সেই ট্রেনের সবগুলো বগীই ছিলো কানায় কানায় পূর্ণ। এমনকি ট্রেনের ছাদেও ছিলো প্রচুর মানুষ।
স্টিভেন স্মিথের ইন্সটাগ্রাম পোস্টের স্ক্রিনশট। ছবি: সংগৃহীত
হোটেল রুমের জানালায় দাঁড়িয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন ২৮ বছর বয়সী স্মিথ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রেন চলার ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি বগীই যখন পূর্ণ! এটা ছাড়া কি করার আছে আর। মাথা সাবধানে রেখ।’