1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে: তোফায়েল

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৬ বার

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি এমন একটি দল যে তারা সব বিষয়েই শুধু না বলেন। রোহিঙ্গা ইস্যু নিয়েও তারা রাজনীতি করছেন। অথচ তাদের আশ্রয় দেয়ায় সারাবিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে।  নেগেটিভ মনোভাবের কারণেই বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে।’

ইতোমধ্যে বাংলাদেশে তিন লাখের বেশি রোহিঙ্গা এসেছে জানিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে তিনি বলেন, ‘বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন কিংবা যুদ্ধ করে নয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে।’

তিনি আরও বলেন, ‘তাদের মানবিক কারণে আশ্রয় দিচ্ছি। তবে বিশ্ববাসীকে সঙ্গে নিয়ে মায়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য কাজ অব্যাহত রয়েছে।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog