1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৬ অপরাহ্ন

ডায়নোসরের ছোট ভাইয়ের অস্তিত্ব ছিলো ভারতে!

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ২৭৪ বার

২০১৭ সালে এই নিয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ‘ফসিল’ আবিষ্কার হল ভারতে। এমনটাই জানা গিয়েছে ‘প্লস ওয়ান’ নামে এক সায়েন্স জার্নালে।

প্রথম আবিষ্কারটি ছিল মধ্য প্রদেশের চিত্রকূট অঞ্চলে। বিজ্ঞানীদের মতে, সেখান থেকে ‘রেড অ্যালগি’ নামে যে গাছের জীবাশ্ম পাওয়া গিয়েছিল, তা ছিল ভারতের প্রাচীনতম। গাছটির বয়স আনুমানিক ১৬০ কোটি বছর।

এবার যে জীবাশ্ম পাওয়া গিয়েছে তা এক ধরনের মাছের। গুজরাতের কচ্ছ জেলার একটি অনামী গ্রামে পাওয়া গিয়েছে সেই বিশালদেহী মাছের কঙ্কাল। বিজ্ঞানীদের মতে, এটি জুরাসিক যুগের সামুদ্রিক প্রাণী, নাম ‘ফিশ লিজার্ড’।

মাছের মতো দেখতে এই গিরগিটির বৈজ্ঞানিক নাম ‘ইকথায়োসর’। যাকে বলা হয়েছে ডায়নোসরের ছোট ভাই হিসেবে। দু’টি গ্রিক শব্দ, ইকথিস ও সরাস, যাদের অর্থ যথাক্রমে মাছ ও গিরগিটি, মিলেই এই নাম। এর আগে এই বিশালাকার সরীসৃপের নিদর্শন পাওয়া গিয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায়। ভারতে এই প্রথম।

ইকথায়োসর নিয়ে রইল আরও কিছু তথ্য—
১। এই সরীসৃপ দৈর্ঘ্যে প্রায় সাড়ে পাঁচ মিটার।

২। বিজ্ঞানীদের মতে, এই সামুদ্রিক জীবটিকে পাওয়া যেত আড়াই কোটি থেকে দু’ কোটি বছরের মধ্যে, যখন কচ্ছ অঞ্চল ছিল সমুদ্র।

৩। ইকথায়োসর-এর এই জীবাশ্ম আবিষ্কার হয় ২০১৬ সালের প্রথম দিকেই। কিন্তু, তখন রিসার্চ টিম মনে করেছিল এটি ডাইনোসরের।

৪। বিজ্ঞানীদের মতে, এই জীবাশ্মর বয়স আনুমানিক ন’কোটি বছর।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog