বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই তিনি বিয়ের পিড়িতে বসলেন। কনে রায়েবা নাঈমা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের বিষয়টি তাসকিনের এক ঘনিষ্ঠ জন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাসকিন আহমেদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে তাসকিন ও তার নববধূ্ নাঈমার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। তাসকিন তার সতীর্থ সকলকে বিয়ের দাওয়াত করেছেন তার মধ্যে ছবিতে দেখা যাচ্ছে অধিনায়ক মাশরাফিকে।
তবে আগামী ৪ নভেম্বর বিপিএল খেলা নিয়ে প্রায় সকল খেলোয়ার ব্যস্ত থাকার কারণে তার বিয়েতে উপস্থিত হয়ে পারেননি। আর এই তালিকা থেকে বেরিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি তাসকিন আহমেদের বিয়েতে যোগ দিয়েছেন।
তাৎক্ষণিকভাবে বিয়ে প্রসঙ্গে তাসকিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফেরেন তাসকিন আহমেদ।