1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

অবশেষে রাখাইন পরিদর্শনে গেলেন সু চি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ১১৫ বার

গত আগস্ট থেকে রোহিঙ্গা সংকট শুরুর পর এই প্রথমবারের মতো রাখাইন প্রদেশ সফরে গিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। একদিনের এই সফরে রাখাইনের দুটি শহর পরিদর্শনের কথা রয়েছে তার।

সরকারের মুখপাত্র বার্তা সংস্থা জানায়, বর্তমানে রাখাইনের সিটুয়ে-তে অবস্থান করছেন সু চি। এরপর তিনি মংডু এবং বুথিডং এলাকায় যাবেন। গত তিন মাসের সেনা অভিযানে ওই দু’টি এলাকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে হাজার-হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ড এবং দমন-পীড়নের বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা না নেয়ায় আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হয়েছেন সু চি।

তবে বিশ্লেষকদের ধারণা, সেনাবাহিনীর সঙ্গে বিবাদ এড়াতেই সু চি তাদের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে মুখ খুলতে চান না।

সূত্র : বিবিসি

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog