যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে থর্নটনে বহুজাতিক সংস্থা ওয়ালমার্টের একটি দোকানে (স্টোর) গোলাগুলির ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। থর্নটন পুলিশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এই হামলায় কারা জড়িত কিংবা ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানায়নি কলোরাডোর থর্নটন পুলিশ।
পুলিশ জানিয়েছে, গুলিতে দুজন পুরুষ ও এক নারী নিহত হয়েছেন।
ঘটনার পরপরই থর্নটন পুলিশ বিভাগের কর্মকর্তা ভিক্টর অ্যাভিলা টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘একাধিক লোক আহত হওয়ার খবর পেয়েছি। আমরা জানার চেষ্টা করছি তাদের বর্তমান অবস্থা কেমন!’
এক টুইটার বার্তায় পুলিশ জানায়, ‘এবারের ঘটনা কোনো দক্ষ শ্যুটারের নয়। এটা কোনো সক্রিয় অপরাধ সংঘটনের ঘটনাও নয়।’
এর এক ঘণ্টা পর পুলিশ জানায়, ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির সমাপ্তি ঘটেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এলাকাটিতে অনেক গোলাগুলি হয়েছে।
নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে গত মাসে এক বন্দুকধারীর গুলিতে ৫৮ জন নিহত হয়। এই মাসের এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে বছরে ৩৩ হাজারেরও বেশি গোলাগুলির ঘটনা ঘটে।