1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৫ অপরাহ্ন

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ১০৪ বার

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ ফকির ও রুহুল আমিন নামে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শরণখোলা রেঞ্জের বোলেশ্বর নদীর কাতলার খালে এ ঘটনা ঘটে।

এ সময় ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, নিহত ইউসুফ ফকির সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ও রুহুল আমিন একই দলের সক্রিয় সদস্য। রুহুল সিরিয়াল কিলার হিসেবেও পরিচিত।

র‌্যাব ৮-এর অধিনায়ক উইং কমান্ডার রাজীব জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব ৮-এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের বোলেশ্বর নদীর কাতলার খাল এলাকায় অভিযান শুরু করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যুরা তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে দুজনের মৃতদেহ দেখতে পায়।

এ সময় বনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

পরে স্থানীয় জেলেরা নিহত দুজনকে বনদস্যু আব্বাস বাহিনীর বনদস্যু বলে শনাক্ত করে।

মৃতদেহ দুটি উদ্ধার করে শরণখোলা থানায় নেয়া হয়েছে বলে জানান র‌্যাব অধিনায়ক।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog