উত্তর কোরিয়াকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অনেক আগেই কঠোর হওয়া দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়েছেন ট্রাম্প। তবে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, বাস্তবে এর প্রয়োগ কম হতে পারে।
এর আগে ২০০৮ সালে উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের তালিকা থেকে বাদ দিয়েছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৯ বছর পর আবারো কিম জং উনের দেশকে ওই তালিকায় যুক্ত করল আমেরিকা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির নিন্দা করে ট্রাম্প বলেন, এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ।
তিনি বলেন, দেশটির শাসন ব্যবস্থা আইনসম্মতভাবে কাজ করবে এবং তারা পরমাণু অস্ত্রের কার্যক্রম বন্ধ করবে। গত সপ্তাহে এশিয়া সফর শেষে দেশে ফিরে প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন।