1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
রবিবার, ১৪ জুলাই ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

দেশে দুর্নীতি বাড়ার পিছনে রাজনীতিবিদরাও দায়ী: ওবায়দুল কাদের

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ১২৮ বার

দেশে দুর্নীতি বাড়ার জন্য রাজনীতিবিদদের দুষলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাজনীতিবিদরা দুর্নীতি না করলে দেশ থেকে দুর্নীতি অনেকটাই কমে যাবে।

শনিবার সকালে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি উপলক্ষে বিএমএ মিলানায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘আলোকের ঝরনা ধারা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন,  বঙ্গবন্ধুর নাম নিয়ে যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন,  বিএনপি সংখ্যাতত্ত্বের দিকে যাচ্ছে। বিএনপিতে ভবিষ্যতবাণী করার লোক বেশি। ৩০ সিট আওয়ামী লীগ নয় বিএনপি পাবে।

তিনি বলেন, সততাই আওয়ামী লীগের বড় সম্পদ। শেখ হাসিনার সততা যোগ্যতার বিষয়ে দেশের মানুষ আস্থাশীল যার ওপর ভিত্তি করে আওয়ামী লীগ আগামী নির্বাচনের অন্যদের পরাজিত করবে।

নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, নারায়াণগঞ্জ এবং কুমিল্লা সিটির মতোই রংপুর সিটির নির্বাচনও সুষ্ঠু হবে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog