ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার রাতে এক সাংবাদিককে মারধরের অভিযোগে ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃত নেতা-কর্মীরা হলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার সহসম্পাদক আহমেদ ফয়সাল, একই হল শাখার ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম, আনোয়ারুল কবির ও তোফায়েল হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪-এর সাংবাদিক মাসুম বিল্লাহ আরেকজন সাংবাদিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ছাত্রলীগের চার নেতা-কর্মী এসে তাদের পরিচয় জানতে চান। দুই সাংবাদিক বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এই পরিচয় পাওয়ার পরও তারা বহিরাগত বলে মাসুম বিল্লাহকে মারধর করেন।
ওই সময় আশপাশে থাকা অন্য সাংবাদিকেরা এ ঘটনা দেখে এগিয়ে গিয়ে হামলার শিকার সাংবাদিককে উদ্ধার করেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা ঘটনাস্থলে গিয়ে হামলাকারী ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।
যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান প্রথম আলোকে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।