1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ সানি লিওন!

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ২১১ বার

আবারও আলোচনায় সানি লিওন। বিশ্বখ্যাত সারভাইবাল এক্সপার্ট বেয়ার গ্রিলসের তুমুল জনপ্রিয় টিভি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ভারতীয় সংস্করণে সঞ্চালক হিসেবে দেখা যাবে সানি লিওনকে। খবর: এনডিটিভি
কিছু দিন আগে মীনাকুমারীর বায়োপিকে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন এ বলিউড অভিনেত্রী।

তার রেশ কাটতে না কাটতেই এমন চমকিত খবর ছড়িয়েছে বলিউডপাড়ায়।

সানি বলেন, ‘আমি অসম্ভব খুশি এমন একটি শোর সঙ্গে জড়িত হতে পেরে। বেয়ার গ্রিলসের মতো কেউ করতে পারবেন না, তবে আমি আমার নিজস্ব স্টাইলে এটি পরিবেশন করব।’

ম্যান ভার্সেস ওয়াইল্ডের ২০১৮ প্রিমিয়ারে সানিকে শুধু সঞ্চালিকা হিসেবে নয়, বিভিন্ন স্টান্টও করতে দেখা যাবে।

প্রসঙ্গত ম্যান ভার্সেস ওয়াইল্ডের আসল শোর সঞ্চালক বেয়ার গ্রিলস। এ অনুষ্ঠানের আগাগোড়া অ্যাডভেঞ্চারে মোড়ানো। প্রকৃতির নিয়ম মেনে বিরূপ আবহাওয়া ও পরিস্থিতিতে কীভাবে নিজেকে অভিযোজিত করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয় সেটিই করে দেখান বেয়ার।

সানিভক্তরা আপাতত অধীর আগ্রহে তার এ নতুন রূপ দেখার অপেক্ষায় রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog