1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফার মৃত্যু

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ১৬৭ বার

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি … রাজিউন)।

এদিকে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আজ শোকবার্তায় গোলাম মোস্তফার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এমপি গোলাম মোস্তফার ভাতিজা রিপন জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন।

এর পর থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। তার মাথায় গুরুতর জখম হয়েছিল।

রিপন আরও জানান, এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজা সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। এর পর সুন্দরগঞ্জের চণ্ডিপুরে নিজ গ্রামে হবে দ্বিতীয় জানাজা।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে গুরুতর আহত হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা।

এ সময় আরও আহত হন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করিম, এমপির ব্যক্তিগত সহকারী রিপন মিয়া ও  চালক মঞ্জু মিয়া। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।

এমপি লিটনের মৃত্যুর পর এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। এর পর ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি। আজ মঙ্গলবার তিনিও চলে গেলেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog