1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন

রাজধানীতে ডিবির অভিযানে ৫৬ ছিনতাইকারী আটক

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ১৫৩ বার

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে ছিনতাইকারীবিরোধী এ অভিযান চালানো হয়।

অভিযানে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ৫৬ জন ছিনতাইকারীকে বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog