1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

পাঁচ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল শুরু

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ১০৯ বার

ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইটের চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগ পড়েন বিমানের যাত্রীরা।

অভ্যন্তরীণ আকাশপথের আটটি ফ্লাইট কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি বলে জানিয়েছিলেন এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. তারিক আহমেদ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, সকাল ১০টা বেজে ৮ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। সোয়া ১০টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট এসে পৌঁছায় বলেও তিনি জানান।

সকালে সিভিল এভিয়েশনের দায়িত্বরত সিকিউরিটি অফিসার, ইন্সপেক্টর (এপিবিএন) জাহিদ আরিফ বলেন, কুয়াশার কারণে ভোর সোয়া ৪টা থেকে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশা কমলে প্লেন চলাচল ফের স্বাভাবিক হবে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog