1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন

চীনে ট্যাংকার-জাহাজ সংঘর্ষ, ২ বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ৩২

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ১৫৩ বার

চীনের পূর্ব উপকূলে একটি মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর একটি তেলের ট্যাংকারের ৩২ জন নাবিক নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি বলে খবর এসেছে সংবাদমাধ্যমে।

চীনের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন জানিয়েছে, শনিবার রাতে চীনের পূর্ব উপকূল থেকে ২৯৬ কিলোমিটার দূরে হংকংয়ের কার্গো জাহাজটির সঙ্গে সংঘর্ষের পর পানামার পতাকাবাহী ওই ট্যাংকারে আগুন ধরে যায়।

সিনহুয়া জানিয়েছে, নিখোঁজ সবাই সানচি নামের ওই ট্যাংকারের নাবিক। তাদের মধ্যে ৩০ জন ইরানি এবং দুইজন বাংলাদেশি নাগরিক।

কার্গো জাহাজের ২১ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চীনের পরিবহন মন্ত্রণালয়।

ট্যাংকারের নিখোঁজ নাবিকদের উদ্ধারে চীনের মেরিটাইম কর্তৃপক্ষের আটটি নৌযান এবং দক্ষিণ কোরিয়া কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি উড়োজাহাজ ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog