1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

থিংকপ্যাড সিরিজে এলো নতুন ল্যাপটপ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ২৮৮ বার

ভোক্তা ইলেকট্রনিকস পণ্য প্রদর্শনী অনুষ্ঠান সিইএস-এর এবারের আসরকে সামনে রেখে নিজেদের ‘থিংকপ্যাড’ ল্যাপটপ লাইন-আপকে নতুনভাবে সাজিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। নতুন লাইন-আপে আনা হয়েছে ‘থিংকপ্যাড এক্স’, ‘থিংকপ্যাড টি’ এবং ‘থিংকপ্যাড এল’।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, নতুন এই ল্যাপটপগুলো আরও পাতলা ও হালকা। এগুলোতে ব্যবহার করা হয়েছে অষ্টম প্রজন্মের ইনটেল-কোর প্রসেসর।

এই ডিভাইসগুলোতে উইন্ডোজ হ্যালো আর ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা ‘থিংকশাটার’এর জন্য বিস্তৃত ফেসিয়াল রিকগনশিন ব্যবস্থা আনা হয়েছে।

থিংকপ্যাড এল সিরিজে লেনোভো ‘ইয়োগা’ সিরিজের নকশা রাখা হয়েছে আর এতে ব্যবহার করা হয়েছে ১৩ ইঞ্চি পর্দা।

নতুন এই ডিভাইসগুলোতে ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টার রাখা হয়েছে বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।

প্রতিষ্ঠানটির দাবি, লেনোভো ‘থিংকপ্যাড এক্স৩৮০ ইয়োগা’-তে আনা হয়েছে ‘র‌্যাপিড চার্জ’ প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে এটি ৪০ মিনিটে ৮০ শতাংশ চার্জ নিতে পারে।

‘থিংকপ্যাড এক্স২৮০’-এ একবার পূর্ণ চার্জ দিলে তা ১৬.৬ ঘণ্টা চলবে আর এক্স৩৮০ ইয়োগা চলবে ১৩.৬ ঘণ্টা। এক্স২৮০-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে আর এক্স৩৮০ ইয়োগা-এর ক্ষেত্রে তা ১৪৫৯ ডলার থেকে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog