1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী চোর

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৪০১ বার

স্তেফানি বোদোয়া। থাকেন কানাডার কুইবেকে। বলা হচ্ছে এই নারী বিশ্বের সবচেয়ে আবেদনময়ী চোর। বছর তিনেক আগে গ্রেপ্তার হয়েছিলেন চুরির দায়ে| প্রায় ৪২টি বাড়িতে চুরির অপরাধে জেল খেটেছিলেন ৯০ দিন।

শাস্তির মেয়াদ শেষ করে কিছু পত্রিকায় কাজ করছিলেন তিনি। মডেল হিসেবে তার ছবি ছাপা হয় সেখানে। কিন্তু কাজের জায়গায় গোপন করে গিয়েছিলেন তার অন্ধকার অতীতের কথা। দু বছর আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার অন্ধকার অতীত এবং লাস্যময়ী বর্তমান। কিন্তু অন্যদিকে মডেলিং-এর কাজটি হারাতে হয়| কাজের জায়গায় অতীতের জেল খাটার মতো তথ্য গোপন করেছেন বলে ফের শাস্তির মুখে পড়েন স্তেফানি।

আবার তাকে ৯০ দিন কারাদণ্ড ভোগ করতে হয়| তবে সপ্তাহে পাঁচদিন তিনি স্বাভাবিক জীবন কাটান। ছুটির দিনে শাস্তিভোগ। একদল কিশোর কিশোরীকে নিয়ে ছিল তার দল। তাদের চুরির প্রশিক্ষণ দিতেন স্তেফানি। তখন তিনি একুশ বছরের তরুণী।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog