1. sardardhaka@yahoo.com : adminmoha :
রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন

‘রোনাল্ডো ছাড়া রিয়াল চিন্তা করতেও পারি না’

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ১৮২ বার

রিয়াল মাদ্রিদে সুখে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করসংক্রান্ত ঝামেলা, পছন্দের খেলোয়াড় না ভেড়ানো, কম বেতনসহ নানা কারণে ক্লাবটি থেকে মন ওঠে গেছে তার। এরই মধ্যে রিয়াল ছাড়ার মনস্থির করে ফেলেছেন তিনি।

গুঞ্জন উঠেছে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে ভিড়তে দৌড়ঝাঁপ শুরু করেছেন সিআর সেভেন। এও শোনা যাচ্ছে, চেলসিই হচ্ছে তার পরবর্তী ঠিকানা।

সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবর এসেছে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি রোনাল্ডো।

এমন পরিপ্রেক্ষিতে রিয়াল বস জিনেদিন জিদান যে বিবৃতি দিলেন, তাতে আশস্ত হতে পারেন সমর্থকরা। জানালেন সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবে সে।

জিদান বলেন, ‘রোনাল্ডো ছাড়া আমি রিয়ালকে চিন্তাও করতে পারি না। সে মাদ্রিদেরইখেলোয়াড়। ও এখানেই ক্যারিয়ার শেষ করতে চায়। আমি তাকে অন্য কোনো ক্লাবে দেখতে চাই না।’

চলতি সপ্তাহের শুরুতে স্প্যানিশ আউটলেট ডন ব্যালন জানায়, দলে টানতে রোনাল্ডোকে লোভনীয় প্রস্তাব দিয়েছে চেলসি। চলতি ইউরোপিয়ান দলবদলের মার্কেটে তার ওপর কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতেও বলেছেন ব্লুজ কোচ অ্যান্তোনিও কন্তে।

শুধু ইংলিশ দলটিই নয়, পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে দলে টানতে দেনদরবার চালিয়ে যাচ্ছে পিএসজি ও লা গ্যালাক্সি।

চলতি মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না পর্তুগিজ যুবরাজের। লা লিগায় এখন পর্যন্ত করেছেন চার গোল।

তথ্যসূত্র: ডেইলিস্টার

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog