1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:০২ অপরাহ্ন

যেখানে নিয়ম আছে, সেখানে অনিয়ম থাকবেই: দুদক

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ১১০ বার

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী বলেছেন, যেখানে নিয়ম আছে, সেখানে অনিয়ম থাকবেই। আমরা দৃশ্যমান কিছু করার চেষ্টা করবো যেন সবাই বুঝতে পারে দুর্নীতির বিরুদ্ধে কিছু একটা হচ্ছে।

তিনি জানান, ২৫টি সরকারি খাতে অপচয়, দুর্নীতি বন্ধ করার জন্য নজরদারি আরও জোরদারের করা হচ্ছে।

সোমবার দুপুরে নতুন বছরে দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মপরিকল্পনা পেশ করার সময় তিনি এ কথা জানান।

ব্যাংক খাত নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংকিং সেক্টরেও কিছু অনিয়ম থাকতে পারে। তবে এই খাতে সুশাসন ফিরতে শুরু করেছে।

ইকবাল মাহমুদ আরও বলেন, ইদানীং আমরা লক্ষ করছি প্রায় ১০টি মামলায় যারা আসামি হওয়ার কথা ছিল তারা না হয়ে তাদের স্ত্রীরা মামলার আসামি হচ্ছেন। এটি একটি সামাজিক সমস্যা। স্ত্রীদের জিজ্ঞেস করলে তারা বলেন সম্পদের মালিকানা সম্পর্কে তারা কিছুই জানেন না। আমরা তাই পদক্ষেপ নিচ্ছি যেন অবৈধ অর্থ স্ত্রীর নামে রাখা না যায়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog