1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন

ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা হচ্ছে না: হোয়াইট হাউজ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ১৮৬ বার

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চলতি সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষা করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু এবার তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সোমমার এক বিবৃতিতে এমন কথা জানায় মার্কিন প্রেসিডেন্টের দপ্তর।

এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি ‘না’ বলে দেন হোয়াইট হাউজ মুখপাত্র হোগান গিডল।

সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি পেরেকের অগ্রভাগের মতো সূঁচালো বুদ্ধির অধিকারী।’

শুক্রবার ৭১ বছর বয়সী ট্রাম্পকে ওয়াশিংটনের ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ব্যক্তিগত চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন এর মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে নিজের শারীরিক অবস্থা ‘চমৎকার’ বলে জানান ট্রাম্প।

উল্লেখ্য, সম্প্রতি এক বিতর্কিত বইয়ে ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে। এ সম্পর্কে গত সপ্তাহের শেষ দিকে টুইটারে ট্রাম্প নিজেকে ‘জিনিয়াস’ এবং ‘স্মার্ট’ হিসেবে উল্লেখ করেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog