1. sardardhaka@yahoo.com : adminmoha :
রবিবার, ২৮ মে ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ১১৮ বার

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় ফেরি চলাচল শুরু হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিনির আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, আজ ভোর ৪টার পর থেকে নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাট এলাকা মিলে চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তখন বিআইডব্লিউটিসির আচরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই ঘাটে শতাধিক গাড়ি আটকে আছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল আবার শুরু হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog