1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

‘নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সরকার দেশের পরিবেশ অস্থিতিশীল করছে’

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ১৬৯ বার

‘সারাদেশে বিএনপির সিনিয়র নেতা এবং কর্মীদের গ্রেপ্তার ও তাদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে সরকার দেশের পরিবেশ অস্থিতিশীল করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়সহ বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার, পুলিশি হয়রানির প্রতিবাদে’ এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ দাবি করেন।

গত মঙ্গলবার বিকেলে হাইকোর্টের সামনে যে হামলা হয়েছে, তা অনুপ্রবেশকারীরা করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হামলাকারীদের চিনতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল মঙ্গলবার হাইকোর্টের সামনে যে হামলা হয়েছে, আমরা নিজেরাই তাদের ‘এক্সাক্টলি’ চিনতে পারছি না। সত্যিকার অর্থে আমরা আশঙ্কা করছি, অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে রাজনীতি করার চেষ্টা করছি। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে নস্যাৎ করার চেষ্টা করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সব চাইতে ভীতিকর বিষয় হলো গতরাতে গয়েশ্বর রায়কে গ্রেফতারের ঘটনা অনেক রাত পর্যন্ত পুলিশ স্বীকার করেনি। তিনি একজন বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ। তার ওষুধগুলো পর্যন্ত সেখানে নিতে দেয়নি। সকাল পর্যন্ত তাকে ওষুধ নিতে দেয়া হয়নি। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী তাকে দেখতে গিয়েছেন, তার পুত্রবধূ দলের নির্বাহী কমিটির সদস্য নিপুর রায় গয়েশ্বরকে দেখতে গিয়েছিলেন কিন্তু তাদেরকে সাক্ষাতের সুযোগ দেয়নি। গয়েশ্বর রায়ে নিয়মিত মেডিসিন নিতে হয়। তাও নিতে দেয়নি।’

ফখরুল বলেন, ‘এই গ্রেফতারটা হঠাৎ করে বেড়ে গেছে। আমাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে। একটা শান্তিপূর্ণ পরিবেশ, এখন পর্যন্ত কোন কর্মসূচি ঘোষণা করেনি। অথচ গ্রেফতার অভিযান চালাচ্ছে। হুমকি-ধমকি দিচ্ছে। দেশের যে স্থিতিশীল পরিবেশ নিজেরাই (সরকার) নষ্ট করছে।’

তিনি বলেন, গয়েশ্বর চন্দ্র রায় কেবলমাত্র স্থায়ী কমিটির সদস্যই নয়, তিনি দীর্ঘদিন যুবদলের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার যুদ্ধে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান ছিল। তাকে এভাবে হঠাৎ তুলে নিয়ে যাওয়া অসনি সংকেত। আশঙ্কা করছি সরকার তার একদলীয় শাসন পাকাপোক্ত করার জন্য অর্থাৎ বিএনপিকে বাদ দিয়ে বিরোধীদলগুলোকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করার নীলনকশার দিকে এগুচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, এখন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তারপরও হঠাৎ করে গ্রেফতার বেড়ে গেছে। গ্রেফতার করে তুলে নিয়ে যাওয়া এবং নিয়েছে বলে অস্বীকার করা হচ্ছে। এটা একটা অশনিসংকেত। সরকারের উদ্দেশ্য একটাই বিরোধীদল যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য তারা রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। তারা আবারও এক দলীয় শাসন প্রতিষ্ঠায় নীল নকশার দিকে অগ্রসর হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, গত রাতে বাসায় বাসায় পুলিশ হানা দিচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গতরাতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসভবনে পুলিশ হানা দিয়ে ব্যারিস্টার সরকারের খোঁজ খবর করে। এছাড়াও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের ধানমন্ডির বাসভবন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর শান্তিনগরের বাসভবন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বাসভবন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসভবন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের পল্লবী’র বাসভবন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী রফিক সিকদারের বাসা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিনের শান্তিনগরের বাসভবন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজিজুল হাকিম আরজু’র বাসাসহ শত শত বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশী তল্লাশীর নামে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। এই মূহুর্তে পুলিশ জিঞ্জিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনের বাসায় হানা দিয়ে ব্যাপক তল্লাশী চালাচ্ছে। কারণ মামুনের বাসায় গয়েশ্বর চন্দ্র রায় মাঝে মাঝে ঘরোয়া বৈঠক করতেন।

তিনি বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হোক। নির্বাচনকালিন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে, সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায়, ছেলের স্ত্রী নিপুন রায় চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog