1. sardardhaka@yahoo.com : adminmoha :
  2. mohajog@yahoo.com : Daily Mohajog : Daily Mohajog
  3. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ০১:২৫ অপরাহ্ন

বিমানবন্দর কাস্টমসের দেয়াল ধসে নিহত ১, আরো হতাহতের আশঙ্কা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৬ বার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসের পূর্বপাশের প্রাচীরের দেয়াল ধসে পড়েছে। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাস্টম হাউস অফিসের পাশে অবস্থিত দেয়ালটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন চাপা পড়েন। একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বিমানবন্দর থানার এসআই ফরহাদ বলেন, দেয়ালের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি। দেয়ালের নিচে আরও অনেকেই চাপা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

নিহত ব্যক্তি এবং যারা চাপা পড়েছেন, তারা সবাই শ্রমিক বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

বিমানবন্দর কাস্টম হাউজের এক কর্মকর্তা জানান, সকালে একটি ড্রেইনের নির্মাণকাজ চলছিল। সেখানে নালা বানানোর সময় দেয়ালটি ধসে শ্রমিকদের ওপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করেছেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog