1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম পদক পেলেন শুটার বাকী

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৩১৯ বার

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশের হয়ে প্রথম পদক অর্জন করলেন শুটার আবদুল্লাহ হেল বাকী।

রোববার বেলমন্ট শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৪.৭ স্কোর করে রৌপ্যপদক জিতেন শুটার বাকী। স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন ২৪৫ স্কোর করে সোনা জেতেন।

এবারের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন আবদুল্লাহ হেল বাকী।

কোয়ালিফিকেশনে ৬১৬ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন। ফাইনালে শুরু থেকেই তিনি দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৪ রাউন্ডের খেলায় বেশ কয়েকবার শীর্ষে উঠে আসেন এ শুটার।

১৬তম রাউন্ড থেকে অস্ট্রেলিয়ার স্যাম্পসন ও ভারতের রাভি কুমারের সঙ্গে বাকীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এর মধ্যে ২১তম রাউন্ড শেষে ২০৪.৬ পয়েন্টে ব্রোঞ্জপদক নিয়ে ছিটকে পড়েন রাভি কুমার।

শেষ রাউন্ডে স্যাম্পসন বাজে শট করেন। ফলে ১০.১ স্কোর করতে পারলেই স্বর্ণ জয় করবেন বলে আশা জাগিয়ে তোলেন বাকী। কিন্তু তিনি ৯.৭ স্কোর করতে সমর্থ হন।

শেষ পর্যন্ত ২৪৫ স্কোর নিয়ে স্বর্ণ জয় করেন অস্ট্রেলিয়ার স্যাম্পসন। আর ২৪৪.৭ স্কোর নিয়ে রৌপ্যপদকে সন্তুষ্ট থাকতে হয় বাকীকে।

এর আগে ২০১৪ সালে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের ২০তম আসরেও রৌপ্য জয় করেন বাকী।

রোববার মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন থেকে বাদ পড়েন বাংলাদেশের দুই নারী শুটার আরদিনা ফেরদৌস ও আরমিন আশা। তারা নবম ও সপ্তদশ স্থান অর্জন করেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog