1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

কোরিয়াকে হারিয়ে বাংলাদেশ তৃতীয়

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ২৭৩ বার

যুব অলিম্পিকের বাছাই পর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ।

ব্যাংককে অনুষ্ঠিত বাছাইপর্বের সেমিফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় যুবাদের। তাই সবুজ-মেহেদিদের খেলতে হয় তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। যে ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। অধিননায়ক সোহানুর রহমান সবুজ দুটি, মোহাম্মদ মেহেদি, সারোয়ার সাওন ও মোহাম্মদ উদ্দিন একটি করে গোল করেন। দক্ষিণ কোরিয়ার জন, লী সাং, চিওন মিন ও চুই ইনঅক একটি করে গোল করেন।

যুব অলিম্পিকের বাছাই পর্বে প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। পরের ম্যাচে কম্বোডিয়াকে হারায় ২০-০ গোলের বড় ব্যবধানে। গ্রুপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হারে যুবারা। পরের ম্যাচে চাইনিজ তাইপেকে ১২-২ গোলে উড়িয়ে দিয়ে, পাকিস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সেমিফাইনালে টিকেট পায় বাংলাদেশ।

সেমিফাইনালে ভারতের কাছে হারে ৯-২ গোলে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog