1. sardardhaka@yahoo.com : adminmoha :
  2. mohajog@yahoo.com : Daily Mohajog : Daily Mohajog
  3. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
শনিবার, ২৯ জানুয়ারী ২০২২, ০৬:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৯৫ বার

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির ৫ আরোহী নিহত হয়েছেন।

বুধবার উপকূলীয় শহর সাভানাহর স্থানীয় একটি বিমানবন্দরে নামার সময় কাছেই এক মহাসড়কের পাশে বিমানটি বিধ্বস্ত হয় বলে দেশটির ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে।

ন্যাশনাল গার্ডের মুখপাত্র পল ডাহলেন গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ বিমানটি সাভানা থেকে আরিজোনার দিকে আসছিল। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয় তা তিনি বলতে পারেন নি।

ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষ আগুনে পুড়ছে এবং কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।

দ্রুত হতাহত উদ্ধারে অ্যাম্বুলেন্স ও আগুন নেভাতে উদ্ধারকর্মী হাজির হয়। ঘটনাস্থলে গাড়িচালকদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছে স্থানীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা সংস্থা।

সূত্র: সিএনএন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog