1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

কেন ১০০ কোটি গাছ লাগাচ্ছে পাকিস্তান?

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫১৪ বার

বন্যা ঠেকাতে সুনামি! বিষয়টি বেশ অবাক লাগলেও এমন ঘটনাই ঘটছে পাকিস্তানে। তবে বন্যা পতিরোধ আর পরিবেশদূষণ থেকে বাঁচতে দেশটি যে সুনামির আয়োজন করেছে সেটি কিন্তু প্রাকৃতিক ধ্বংসাত্মক সুনামি নয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে প্রাকৃতিক বিপর্য থেকে বাঁচতে সাড়ে ৩ লাখ হেক্টর জমিতে ১০০ কোটি গাছ লাগানো হচ্ছে। বন পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের ব্যাপকভিত্তিক বৃক্ষরোপণ অভিযানে অনেকটাই এগিয়ে গেছে দেশটি।

পাকিস্তান তাদের এ অভিযানের নাম দিয়েছে ‘বিলিয়ন ট্রি সুনামি’। অভিযানের নেতৃত্ব দিচ্ছে তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান।

বিশ্বব্যাপী বন পুনরুদ্ধারের যে প্রচেষ্টা চলছে, পাকিস্তানে এ ধরনের বৃক্ষরোপণ তারই অংশ। ২০২০ সালের মধ্যে বিশ্বে ১৫০ মিলিয়ন হেক্টর বনভূমি পুনরুদ্ধারে এ ধরনের কর্মসূচি ২০টি দেশে বাস্তবায়ন হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে।

এ বিষয়ে ইমরান খান গণমাধ্যমকে বলেন, একটি গাছ লাগালে তা নদীর তীর সংরক্ষণে সাহায্য করে। বনভূমি উজার হয়ে যাওয়া সবচেয়ে বেশি ক্ষতি করছে, যার কিছুটা হলেও লাঘব হবে পাকিস্তানে এ ধরনের বৃক্ষরোপণ অভিযানের মধ্য দিয়ে।

এ ধরনের কর্মসূচি আরও ছড়িয়ে পড়লে পাখির সংখ্যা বৃদ্ধি পাবে, পোকমাকড়, জনবসতির জন্য তা সহায়ক হয়ে উঠবে বলে জানা তিনি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog