1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

এরদোগানের সঙ্গে ‘বিস্ময়কর’ বৈঠক করেছি: মোদী

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ১৮৯ বার

ভারত-তুরস্কের মধ্যে সহযোগিতার বহুমুখী ক্ষেত্র নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে একটি ‘বিস্ময়কর’ বৈঠক করেছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গ ব্রিকসের ১০তম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মোদী জানান, দুই দেশের জনগণের উপকারের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে আরো জোরদার করা যায় তা নিয়ে তিনি এরোগানের সঙ্গে আলোচনা করেছেন।

এসময় তিনি পুনরায় নির্বাচিত হওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে সরাসরি বিজয় অর্জন করে পাঁচ বছর মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছেন এরদোগান।

শুক্রবার এক টুইট বার্তায় মোদী লিখেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে একটি চমৎকার বৈঠক হয়েছে। ভারত ও তুরস্কের মধ্যে সহযোগিতার একাধিক ক্ষেত্র নিয়ে এবং কিভাবে আমাদের নাগরিকদের উপকারের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

ভারতীয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রাবীশ কুমারও মোদী ও এরদোগানের বৈঠকের দুটি ছবি প্রকাশ করেছেন।

এর আগে, ভারতীয় প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেন।

সূত্র: মানি কন্ট্রোল ডটকম

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog