1. sardardhaka@yahoo.com : adminmoha :
  2. mohajog@yahoo.com : Daily Mohajog : Daily Mohajog
  3. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ০২:০৪ অপরাহ্ন

শ্রীদেবীকন্যা জাহ্নবীর ক্রাশ কে?

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ১৬১ বার

বলিউড তারকা শ্রীদেবীকন্যা বলিউডের তরুণ অভিনয়শিল্পী জাহ্নবী কাপুর। নিজের প্রথম সিনেমা ‘ধাড়াক’-এ অভিনয় করে বেশ আলোচনায় আসেন। ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন শহীদ কাপুরের ভাই ইশান খাট্টারের সঙ্গে। সেই থেকেই দুজনের প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বিটাউনে।

এবার এই অভিনয়শিল্পী নিজের কথিত প্রেমিক ইশান খাট্টারের প্রশংসা করলেন। কথিত প্রেমিকের প্রশংসায় পঞ্চমুখ এই নায়িকা। সম্প্রতি বলিউড অভিনয়শিল্পী নেহা ধুপিয়ার অনুষ্ঠান ‘নো ফিল্টার নেহা’–তে অতিথি হিসেবে গিয়েছিলেন জাহ্নবী। সেখানে তিনি নেহার সঙ্গে আলাপকালে ইশানকে নিয়ে বলেন, ‘তাঁর (ইশান) আছে সবচেয়ে সুন্দর হৃদয়। এবং আছে স্বপ্নালু দুটি চোখ। বন্ধু হিসেবে আমরা খুবই ভালো।’

নিজেদের বন্ধু হিসেবে উপস্থাপন করলেও জাহ্নবীর মুখে ইশানের প্রশংসা আবারও তাঁদের প্রেমের গুঞ্জনকে যেন একটু তাতিয়ে দিল। ইশানের সঙ্গে মজার সময় কাটানোর কথাও শেয়ার করেন জাহ্নবী।

তিনি বলেন, ‘তাঁর একটি গ্রে রঙের হ্যাট ছিল। আমি তাঁর কাছ থেকে সেটা চুরি করেছি। আমার বাড়িতে এখনো লুকানো আছে।’

যদিও জাহ্নবী জানান, তাঁর সব সময়ের ক্রাশ তেলেগু তারকা বিজয় দেবেরাকোন্ডা।

সামনে জোয়া আখতারের নেটফ্লিক্সের ছবি গোস্ট স্টোরিস, গুঞ্জন সাক্সেনার জীবনীভিত্তিক একটি ছবি, হার্দিক মেহতার রুহি আফজা ও কলিন ডি’কুনহার দোস্তানা ২ ছবিতে দেখা যাবে জাহ্নবীকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog