1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:১১ অপরাহ্ন

নেত্রীর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সাঈদ খোকন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ২১১ বার

আওয়ামী লীগের দুই সিটির মেয়র প্রার্থীদের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এতে বাদ পড়েছেন দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন। মেয়র পদে মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাঈদ খোকন।

তিনি বলেছেন, নেত্রী ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ। নিজের ব্যর্থতা বা সফলতা প্রসঙ্গে বলেছেন, তিনি বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন। তবে মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে।

সোমবার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০১৫ সালে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। আগামী ৩০ শে জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন। তবে এবার আর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি দক্ষিণের মেয়র। আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস।

নিজের ব্যর্থতার প্রশ্নে সাঈদ খোকন বলেন, ইতিবাচক পরিবর্তনের ধারা সূচনা করতে সক্ষম হয়েছি। মৌলিক সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয়েছি। আমি অনেকটাই সফল হয়েছি। আমি মানুষ, আমি ফেরেশতা না। আমার ভুলভ্রান্তি থাকতে পারে। তিনি আরো জানান, তার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে পরবর্তী মেয়রকে সাহায্য করবেন।

মনোনয়ন না পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সাঈদ খোকন নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছেন জানিয়ে বলেন, আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার জন্য যা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার নিজের কোনো ভুল আছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমি সে ব্যাপারটি বিন্দুমাত্র লক্ষ্য করছি না। আমার জন্য যেটা ভালো মনে করেছেন, উনি সেটা করেছেন। আমি খুশি, আলহামদুলিল্লাহ।

মেয়র প্রার্থীকে সহায়তার প্রশ্নে মেয়র বলেন, আমাদের পুরান ঢাকার প্রতিনিধিত্ব সাধারণত প্রথাগতভাবে পুরান ঢাকার মানুষেরাই প্রতিনিধিত্ব করে থাকেন। পুরান ঢাকার অনেক মুরুব্বি আছেন, নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করব। পরবর্তীতে আপনাদের সিদ্ধান্ত জানাব।

আরেক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। এই ধারা অব্যাহত থাকবে। পরবর্তী মেয়র তা এগিয়ে নিয়ে যাবেন। যিনিই মেয়র হন, তার প্রতি আমার সার্বিক সহযোগিতা থাকবে। তার এই উত্তরে মেয়রপ্রার্থী শেখ ফজলে নূরকে সমর্থন দেওয়া নিয়ে দ্বিচারিতা আছে কিনা সাংবাদিকরা জানতে চান। জবাবে মেয়র বলেন, একেবারেই নেই। অভিভাবক (শেখ হাসিনা), ঢাকাবাসীর পরামর্শের প্রয়োজন রয়েছে। এ ছাড়া আমি একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় মেয়রের দায়িত্বে আছি। সেখানে আইনগত বিষয় রয়েছে। সেগুলো আলাপ আলোচনা করে জানাব।

 

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog