1. sardardhaka@yahoo.com : adminmoha :
  2. mohajog@yahoo.com : Daily Mohajog : Daily Mohajog
  3. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ০১:৫২ পূর্বাহ্ন

সানি লিওনের সঙ্গে সময় কাটানোর সুযোগ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ১৬০ বার

করোনা আতঙ্কের এই সময়ে সবাই এখন ঘরবন্দী। এমন সময়ে ভক্তদের সঙ্গে সময় কাটাতে চান সানি লিওন।

‘‌লকড আপ উইথ সানি’ শোয়ের মূল বিষয়টা হল করোনাভাইরাসের বাড়বাড়ন্তে দেশজুড়ে লকডাউন চলছে। বাড়িতে থেকে মানুষও একঘেয়ে অনুভব করছে। তখন এই একঘেয়েমি কাটাতে অনলাইন কোয়ারেন্টিন চ্যাট শো শুরু করতে চলেছেন এ বলিউড অভিনেত্রী।

কিভাবে পাওয়া যাবে সানি লিওনকে?‌ হার্টথ্রব এই নায়িকা প্রত্যেকদিন দুপুরে আসবেন ইনস্টাগ্রামে।

সানি এই বিষয়ে বলেন, এটা আমারই মস্তিষ্কপ্রসূত, যাতে আমার ফ্যান ও বিভিন্ন মানুষের সঙ্গে আনন্দ উপভোগ করা যায়। বিভিন্ন হালকা বিষয়ে আলোচনা করে আনন্দ নেওয়াই মূল লক্ষ্য। আর অনেক কিছু জানবার চেষ্টা করব।

সানির এই খবর প্রকাশ্যে আসতেই নড়ে গিয়েছে নেটদুনিয়া। সানির সঙ্গে চ্যাট শো–তে অংশ নিতে মরিয়া সবাই। একবারও যদি সানিকে কাছে পাওয়া যায়!‌ অর্থাৎ মনের কথা প্রাণে পৌঁছে দেওয়া। শোতে বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গেও কথা বলবেন সানি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog