1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৫৩ বার

ঘরের মাঠে খেলা। অথচ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেতস্কের কাছে ৩-২ গোলে হারে রিয়াল। এরমধ্যে প্রথমার্ধে ২০ বছর পর ঘরের মাঠে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। এমন ম্যাচের পর কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, আত্মবিশ্বাসের ঘাটতি ছিল খেলোয়াড়দের মধ্যে।

এমনকি কোচ হিসেবে এমন হারের দায়ও নিয়েছেন ফরাসি এই কোচ। তবে ২৪ অক্টোবর এল ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে দল হিসেবে আরও শক্তিশালী হয়ে ফিরবে ফুটবলাররা, এমনটাই মনে করছেন রিয়াল কোচ জিদান।
ম্যাচশেষের সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমাদের সবকিছুতেই কিছুটা ঘাটতি ছিল। তবে সবচেয়ে বাজে ব্যাপার হলো, আত্মবিশ্বাসের ঘাটতি ছিল খেলোয়াড়দের।’

তিনি আরও যোগ করেন, ‘প্রথমার্ধে তিন গোল হজমের পর ভাষা খুঁজে পাওয়া মুশকিল। তাদের প্রথম গোলে আমরা একটা ভুল করেছিলাম, এরপর ম্যাচটা খুব কঠিন হয়ে পড়েছিল।’

হারের দায় নিজের কাঁধে নিয়ে জিদান আরও যোগ করেন, ‘যা কিছু হলো তাতে খুব বাজে অনুভুতি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এটা বাজে একটা ম্যাচ ও রাত ছিল; তবে আমি হলাম কোচ এবং আমাকেই এর সমাধানগুলো খুঁজে বের করতে হবে।’বার্সার বিপক্ষে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে দল জানিয়ে জিদান আরও বলেন, ‘শনিবার আমরা সেখানে (এল ক্লাসিকো) ঘুরে দাঁড়াবো এবং এজন্য প্রস্তুতি নিতে যাচ্ছি, এই ছাড়া কিছু বলার নেই। আমরা নেতিবাচক রাত পার করলাম তবে আমাদের সবকিছুতে পরিবর্তন আনতে হবে।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog