প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ‘বাংলাদেশ যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।’ আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরো বলেন- ‘করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত সরকার।’
জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচি বাতিল করা হয়। একই সঙ্গে স্বাধীনতা পদক দেওয়ার কর্মসূচিটিও স্থগিত করা হয়েছিল।