অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশ আর ওটি বয় দিয়ে অপারেশনসহ রোগীদের জিম্মি করার দায়ে রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালের মালিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান শেষে বেসরকারি হাসপাতালগুলোর তিন মালিককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সিলগালা করে দেওয়া হয়-শ্যামলীর মক্কা-মদিনা, নূরজাহান ও ক্রিসেন্ট হাসপাতাল।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনতো মালিকদের নিয়োগ দেওয়া দালাল চক্র। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রোপচারের প্রমাণও মেলে। অভিযানের পর রোগীদের সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এসব অভিযোগেই তাদের গ্রেপ্তার এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।