রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। যাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন, আনোয়ার হোসন (২১) ও আক্তার হোসেন (১৯)। এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা ৩ মিনিটে নতুনবাজারের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ৪টি, পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আরও ৯টি ইউনিট যোগ দেয়। পরে রাত সোয়া ১১টার দিকে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।