বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে যুবকদের অনেক অবদান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন- যুবকদের কর্মসংস্থানে আওয়ামী লীগ সরকার প্রথম কর্মসূচি নেয়।
আজ রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে গণভবনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতির পিতার আদর্শ নিয়ে যুব সমাজকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- ‘যুব সমাজকে নিয়ে আমারা এমন একটা দেশ গড়ে তুলবো, যে দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে চলতে পারবে।’
শেখ হাসিনা বলেন- ‘যুবসমাজই সবার আগে জাতির পিতা হত্যার প্রতিবাদ করে।’
এরআগে গতকাল শনিবার ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার যুবসমাজকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘আমি আশা করি, প্রাণশক্তিতে ভরপুর আমাদের যুবসমাজ তাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর অবদান রাখবে।’
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে তিনি দেশের তারুণ্যদীপ্ত যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা জানান। এবারের প্রতিপাদ্য মুজিববর্ষের আহ্বান ‘যুব কর্মসংস্থান’ অত্যন্ত যথার্থ হয়েছে বলে তিনি মনে করেন।