1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে চিত্র

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩২৪ বার

কে হচ্ছেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। তবে জয়ের ব্যাপারে দুই প্রার্থীই বেশ আশাবাদী। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন খানিকটা এগিয়ে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তার কাছাকাছিই রয়েছেন। তবে প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে এই অবস্থা।

এখন পর্যন্ত জো বাইডেন এগিয়ে ২৩৮ ইলেক্টোরাল ভোটে। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৩ ইলেক্টোরাল ভোট। জেতার জন্য দরকার ২৭০ ইলেক্টোরাল ভোট। এখনো বেশ কয়েকটি রাজ্যের ফলাফল বাকি থাকায় অপেক্ষার প্রহর গুণছে বিশ্ববাসী।

তবে ডেমোক্র্যাটদের দিকে অভিযোগের তীর ছুঁড়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা ভোট চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেবো না।’

অন্যদিকে, প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। তবে সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog